ভিডিও এডিটরের মুল হাতিয়াড় কি? আমরা অনেক সময়ই ঠিক বুঝতে পারি না আসলে কোনটা ভিডিও এডিটিং এবং কোনটা মোশন গ্রাফিক্স। আমাদের দেশের হিসেব এবং আউটসোরসিংয়ের হিসেব এক নয়। আমাদের দেশের টিভি চ্যানেল গুলোর হিসিবে ভিডিও এডিটিং শুধু মাত্র ভিডিও নিয়ে কাজ করা কিন্তু দেশের বাইরে কাজের পরিমান আরো অনেক বেশি।
আসল বিষয়টি জানতে থাকুন আমাদের সাথে। এছাড়াও প্রিমিয়ার প্রোতে একটি গল্প বানানো মানে একটি সিকোয়েন্স বানানো হয়েছে এই টিউটোরিয়ালটিতে
আসা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের আগামি পর্ব প্রিমিয়ার বেসিক বিষয় দেখে নেব। ইত্যাদি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে সাথে থাকতে এখুনি সাবস্ক্রাইব করে ফেলুন।