আপনার নিজের বাড়িতেই বানাতে পারবেন ভিডিও ষ্টুডিও, অল্প কিছু লাইট লাগবে আপনার। সাথে লাগবে কালো কাপড়, কালো কাপড় দিয়ে আপনি লাইট কন্ট্রোল করতে পারবেন। সবুজ রংয়ের মোটা কাপড় দিতে হবে আপনার পেছনে কারন সবুজ রংটি কম্পিউটার উধাও করে দেবে এবং আপনি সেখানে বসিয়ে দিতে পারবেন আপনার মন মত ছবি, ভিডিও বা গ্রাফিক্স। এবং ব্যাক লাইট কেন ব্যবহার করতে হয় এই সব কাজ শিখে নিতে ভিডিওটি দেখে ফেলুন। ক্যামেরা, সাউন্ড লাইট, ইত্যাদি নিয়ে জানতে আমাদের সব কটি টিউটোরিয়াল দেখুন।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের কমেন্ট করুন , লাইক দিয়ে শেয়ার করুন এবং আগামি ভিডিওতে আমাদের সাথে থাকতে অবস্যই সাবস্ক্রাইব করুন এখনি।ভালো থাকুন, সৃষ্টিশীল থাকুন আর নিজের মনমত পেশায় নিজেকে গড়ে তুলুন।