আপনার ছবি আকাঁর প্রতি আগ্রহ? হাতের কাছে পেন্সিল অথবা কলম পেলেই শুরু করে দেন আকিবুকি? সেটা না করলেও সমস্যা নেই আজ থেকে করতে পারবেন। ছবি আকাঁর একটা মজার বিষয় হচ্ছে ষ্টিল লাইফ । এর মানে হচ্ছে যে কোন জিনিস দেখে দেখে আকাঁ। আজ আমরা দেখবো কিভাবে পেন্সিল দিয়ে ষ্টিল লাইফ চিত্র করা যায়। সাথে জানতে পারবো ছবি আকাঁর মৌলিক ধারণা আর কৌশলগুলো বাংলা টিউটোরিয়াল এর মাধ্যমে । চলুন শুরু করে দেই _____
এই চ্যানেলেই আপনি পাবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো। ভিডিওটি দেখুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই দিন কারণ আপনার মতামত আমাদের একান্ত প্রয়োজন।
সাথে থাকুন আরো ভিডিওর জন্য। আমাদের প্রচেষ্টা ভাল লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।