ফটোগ্রাফি করার সময়তো অবশ্যই এমনকি সাধারন ছবি তোলার ক্যামেরা কেনার সময়ও ক্যামেরার রেজুলেশন সর্ম্পকে জেনে নেয়া ভালো। নইলে ক্যামেরা হয়তো হবে কিন্তু মন মতন ছবি হবে না।
ফটোগ্রাফি (Photography) দুনিয়ায় রেজুলেশন শব্দটি দুটি অর্থ বহন করে। মূলত ক্যামেরার সূক্ষ্ লাইন(টেস্ট চার্টের মত) বিশ্লেষণ করার ক্ষমতাকে রেজুলেশন বলা হয়ে থাকে। এই অর্থে রেজুলেশন শার্পনেসকে (sharpness) ইঙ্গিত করে, ছবির সাইজকে নয়। ডিজিটাল ক্যামেরা আসার পর থেকে রেজুলেশন দ্বারা ক্যামেরার সর্বোচ্চ পিক্সেল সংখ্যা নির্দেশ করে। একই শব্দের দুই অর্থ ব্যবহার কোন ক্ষেত্রেই খুব একটা ভালো নয়।
টেস্ট চার্টে বিভিন্ন মাপের জোড়া লাইন থাকে
ইমেজ সেন্সরের দুইটি গুরুত্বপূর্ণ জিনিস হল এর সাইজ এবং এর অনুপাত