Effects Introduction
আফটার ইফেক্ট এ আমরা একটা New Project ও Composition নিব (আমরা পূর্বেই আলোচনা করেছি কিভাবে New Composition setup করতে হয়)। Tool Bar থেকে text tool নিয়ে Composition এ Click করব এবং “e’ Type করব। এখন Menu Bar এর Effect হইতে Blur & Sharpen এবং Direction Blur এ Click করব।
Time Line এর Text properties এর নিচে Effect option টি দেখতে পাব এবং আরেকটি Project এর পার্শ্বে Effect controls দেখা যাবে।
এখন Effect controls বা Time line এর Text properties এর নিচে Effect option , দুটির যে কোনটি দিয়ে আমরা কাজ করতে পারি, দুটিই Directly একটি আরেকটিরে সাথে জড়িত। আমরা Time line কে play head ০০:০০:০০:০০ রেখে Effect controls এ Direction & Blur length এর Stops watch on করব, তারপর Time line এর play head কে ০০:০০:০২:০০ সেকেন্ডে এ নিয়ে Effect controls এ Blur length & Direction যথাক্রমে
75.0 এবং+ 90º করব। আবার Time line এর Play Head কে ০০:০০:০৩:০০ সেকেন্ডে এ নিয়ে Effect controls এ Blur length & Direction যথাক্রমে 00.0 এবং 0X+0º তে নিয়ে Ram preview দেখব।
